admin panel home
বিশেষ বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন,যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত “ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী”,রেজিঃনং : ০৯,তাং,২০.০৫.২০১৮, স্থাপিত : ০১.০১.২০১৭
ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমি

পরীক্ষা সংক্রান্ত নোটিশ

এতদ্বারা সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের একাডেমিক চুড়ান্ত পরীক্ষা আগামী 08/07/2022 ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সময় এবং স্থান পররর্তী নোটিশে জানিয়ে দেওয়া হবে। সকল শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে। --------------- কর্তৃপক্ষ।

SSC এবং দাখিল পরিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি...

SSC এবং দাখিল পরিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি... গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী রেজি:০৯.তাং:২০-০৫-২০১৮ বিষয়: অফিস এ্যাপ্লিকেশন এন্ড বেসিক ইন্টারনেট প্রশিক্ষণ কেন্দ্র: ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী। আসন সংখ্যা:ছাত্র:৪০ জন এবং ছাত্রী: ৪০ জন।
//==============

রেজিস্ট্রেশন ও পরিক্ষা সংক্রান্ত নোটিশ: ===========================

সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৫/০৫/২০২২ ইং রোজ: বুধবারের মধ্যেই " রেজিস্ট্রেশন সম্পূন করার নির্দেশ দেওয়া হচ্ছে, এবং ক্লাস টেস্ট পরিক্ষা: মাইক্রোসফট ওয়ার্ড়: ২৬/০৫/২০২২ মাইক্রোসফট এক্সেল পরিক্ষা: ২৭/০৫/২০২২ মাইক্রোসফট একসেস পরিক্ষা: ২৮/০৫/২০২২ ইন্টারনেট ও বাংলা- ইংরেজি টাইপিং পরিক্ষা: ২৯/০৫/২০২২ ফাইনাল পরিক্ষা: আগামী ০১/০৭/২০২২ ইং, রোজ: শুক্রবার, বি: দ্র: ক্লাস টেস্ট পরিক্ষার নম্বর ফাইনাল পরিক্ষায় যোগ করা হয়। সুতারাং সবাই কে যথা সময়ে পরিক্ষায় অংশ গ্রহন করার নির্দেশ দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন ফি: ৩০০ টাকা এবং সাথে ১ কপি ছবি ও যে কোন স্কুল/কলেজ পরিক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ রইল..... বি:দ্র:০২: সকল শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে উপস্থিত থেকে পর্যাপ্ত পরিমান প্র্যাকটিস করার নির্দেশ দেওয়া হলো...

Speak Your Mind

Name:
Phone or email:
Message: